কদিনের বৃষ্টিতে কার্যত ভয়াবহ রূপ ধারণ করেছে তিস্তা। দুকূল ভেসে উত্তরবঙ্গে কার্যত ধ্বংসলীলা চলেছে। এবার জলস্তর কমতেই সারি সারি মৃতদেহ ভেসে উঠল তিস্তার পাড় থেকে। এখনও পর্যন্ত মোট ১৮টি দেহ উদ্ধার করেছে পুলিশ। মাল থানা ,ময়নাগুড়ি থানা এবং সদর ব্লকের কোতোয়ালি থানা এলাকা মিলিয়ে এখনও পর্যন্ত এই কটি দেহ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, দেহগুলিকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সেনাদের পাশাপাশি সাধারণ মানুষের দেহও রয়েছে।
এদিকে বুধবার ভোরে উত্তর সিকিমের লোনাক হ্রদে মেঘ ভাঙা বৃষ্টির ফলে তিস্তা পাড়ে আকস্মিক বন্যা শুরু হওয়ার পর ২২ জন সেনা কর্মী সহ এখনও পর্যন্ত ১০২ জন নিখোঁজ।