আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরীওয়ালকে সিবিআই তলব। ১৬ এপ্রিল, রবিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। উল্লেখ্য, এই মামলাতেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তিহাড়ে জেলবন্দি থাকার সময় তাঁকে গ্রেফতারও করে ইডি। এবার আবগারি দুর্নীতি মামলায় সিবিআই ডাক পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, কেজরিওয়ালকে তলব করে আবগারি বিভাগের নয়া নীতি নিয়ে প্রশ্ন করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে, শুক্রবারই মনীশ সিসোদিয়ার জেলযাত্রার পিছনে অসৎ উদ্দেশ্যের অভিযোগ তুলে সরব হয়েছিলেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী । তারপরেই কেজরিকে তলব সিবিআইয়ের ।
কিছুদিন আগেই জাতীয় দলের তকমা পেয়েছিল আপ । কেজরিওয়াল বলেছিলেন, 'এবার সবাই জেলে যাওয়ার জন্য তৈরি থাকুন। ' এসবের মধ্যেই সিবিআইয়ের তরফে ডাক পেলেন কেজরিওয়াল ।