শুক্রবারেই সুপ্রিম নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। আবগারি মামলায় গ্রেফতার কেজরিওয়ালের ১লা জুন পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে। নির্দেশের পরেই বিপুল উত্তেজনা দেখা গেল আপ সমর্থকদের মধ্যে। শুক্রবার সন্ধে ৭টা নাগাদ তিহাড় থেকে কেজরির বেরোনোর অপেক্ষায় ছিলেন কেজরির স্ত্রী সুনীতা, দিল্লির মন্ত্রী অতিশী, সৌরভ ভরদ্বাজ সহ আপের কর্মী সমর্থকেরা।
দিল্লির মুখ্যমন্ত্রী জেলের বাইরে পা রাখতেই, দলীয় প্রতীক ঝাঁটা উঁচিয়ে তাঁকে স্বাগত জানান কর্মীরা। ঢাকঢোল, পুষ্পবৃষ্টিতে কেজরিকে বরণ করে নেওয়া হয়। জামিনে মুক্তি পেয়েই দিল্লির মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‘আপনাদের ধন্যবাদ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের ধন্যবাদ। স্বৈরতন্ত্রের থেকে দেশকে রক্ষা করতে হবে।’’
Vote-Adda 2024 : যাদবপুর মমতাকে চায়, এডিটরজি বাংলায় নিউজ এডিটর দেবযানী চৌবেকে কেন বললেন সায়নী ?
উল্লেখ্য , সোমবার চলতি লোকসভা ভোটের চতুর্থ দফা। লোকসভার বাকি দফার প্রচারের জন্য মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিয়ে আবেদন করেছিলেন আপ নেতা। সেই আবেদন এদিন মঞ্জুর করল শীর্ষ আদালত। যদিও প্রাথমিক ভাবে কেজরির এই আবেদনের বিরোধিতা করেছিল ইডি।