Arvind Kejriwal : ভারতীয় নোটে থাকুক লক্ষ্মী-গণেশের ছবি, প্রধানমন্ত্রীর কাছে দাবি অরবিন্দ কেজরিওয়ালের

Updated : Nov 02, 2022 17:14
|
Editorji News Desk

ভারতীয় মুদ্রায় লক্ষ্মী-গণেশের মুখ। এবার এই দাবি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। রাজনৈতিক মহলের দাবি, এই দাবি তুলে বিজেপির অস্ত্রেই গেরুয়া শিবিরকে চাপে ফেলার চেষ্টা করলেন আপ সুপ্রিমো। অন্য কোনও নেতার কাছে নয়, দেশের অর্থনীতির উন্নয়নে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেই এই দাবি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। 

ঠিক কী দাবি করেছেন কেজরিওয়াল ? তাঁর দাবি, ভারতে যে নতুন নোট ছাপা হবে, তাতে একপিঠে থাকুক মহাত্মা গান্ধীর ছবি। আর এক পিঠে রাখা হোক লক্ষ্মী-গণেশের ছবি। দিল্লির মুখ্য়মন্ত্রীর দাবি, ঠাকুর-দেবতার ছবি থাকলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অনেকেই অনেকের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ভগবানের আর্শীবাদ না পেলে, কোনও কিছুই সফল হয়না। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর আর্জি লক্ষ্মী-গণেশের ছবি ভারতীয় নোটে রাখা হোক। 

নিজের যুক্তির স্বপক্ষে এদিন ইন্দোনেশিয়ার উদাহরণ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর মতে মুসলিম দেশ হয়েও ইন্দোনেশিয়ার মুদ্রায় গণেশের মুখ দেওয়া থাকে। তারা যদি পারে, ভারত কেন পারবে না বলেও প্রশ্ন তুলেছেন কেজরিওয়াল। চিঠিতে কেরজিওয়াল আরও উল্লেখ করেন, ডলারের তুলনায় ক্রমেই পড়ে যাচ্ছে টাকার দাম। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে ঈশ্বরের আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন।

রাজনৈতিক মহলের মতে, মোক্ষম সময়ে মোক্ষম খোঁচাই দিয়েছেন কেজরিওয়াল। কারণ যে সময় ধর্মীয় মেরুকরণের তাস খেলছে বিজেপি। ঠিক সেই সময় ধর্মকে হাতিয়ার করেই তাদের পাল্টা কটাক্ষ করলেন কেজরিওয়াল। এরআগে গুজরাতে গিয়ে জনসভায় জয় শ্রীরাম স্লোগান তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের দাবি, ধর্মকে হাতিয়ার করেই গুজরাত নির্বাচনের আগে বিজেপিকে বিঁধতে চাইছেন কেজরিওয়াল। 

Narendra ModiAAPCurrencyIndian Currency NoteArvind Kejriwal

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক