লালকেল্লার নিরাপত্তায় এবার আর্টিফিশিয়াল ইন্ট্যালেজেন্স। মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানী দিল্লিকে কার্যত দূর্গে পরিণত করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ১০ হাজার নিরাপত্তারক্ষী। বসানো হচ্ছে হাজারের বেশি ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা।
মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে দিল্লি পুলিশের স্পেশাল সিপি দীপেন্দ্র পাঠক জানিয়েছেন, হরিয়ানার নুহ এবং মণিপুরের অশান্তির কথা মাথায় রেখে এবার নিরাপত্তাকে ঢেলে সাজানো হয়েছে। প্রতি বছরের মতো এবারও জঙ্গি হামলার ভ্রুকুটি থাকছে। তাই স্নাইপার থেকে সোয়াট, সবই থাকছে লালকেল্লা ঘিরে।
আরও খবর : নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল তিলোত্তমাকে, স্বাধীনতা দিবসে কোন কোন রাস্তা বন্ধ ?
পাশাপাশি আরও একটি বিষয় এই বছরের স্বাধীনতা উদযাপনে থাকছে। আর তা হল দু বছর পর এই প্রথম অনুষ্ঠানে থাকবে না কোনও কোভিড বিধি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির থাকবেন প্রায় দু হাজার অতিথি।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন দেশের কৃষক, মজদুর, মৎস্যজীবীদের একটা বড় অংশ। থাকবেন শিক্ষক এবং সেবাকর্মীরা। সবার নজর প্রধানমন্ত্রীর ভাষণের দিকে। কারণ, লালকেল্লা থেকেই হয়তো আগামী লোকসভা ভোটের প্রচার শুরু করতে পারেন নরেন্দ্র মোদী।