Agnipath Scheme Date : কবে থেকে চালু হবে অগ্নিপথ, সূচি জানাল প্রতিরক্ষামন্ত্রক

Updated : Jun 27, 2022 11:55
|
Editorji News Desk

আগামী ২৪ জুন থেকে ভারতীয় সেনায় শুরু হচ্ছে অগ্নিবীর নিয়োগের প্রক্রিয়া। রবিবার দিল্লিতে ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, ওইদিন থেকে ভারতীয় বায়ুসেনায় নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে। প্রথম দফায় অনলাইনে পরীক্ষা হবে ২৪ জুলাই।  ২৫ জুন থেকে ভারতীয় নৌসেনায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন অগ্নিবীররা। মহিলা, পুরুষ উভয় নাম নথিভুক্ত করতে পারবেন। তারআগে অবশ্য় নিয়োগ নিয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। 

গত কয়েকদিন কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পকে ঘিরে উত্তাল হয়েছে দেশের নানা প্রান্ত। এই পরিস্থিতিতে রবিবারই দিল্লির প্রগতি ময়দানে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছিলেন সরকার এই প্রকল্প থেকে সরে আসবে না। দিল্লিতে যৌথ সাংবাদিক বৈঠক করে এই ইঙ্গিত দেয় ভারতীয় সেনার তিন বাহিনী। বিবৃতিতে ভারতীয় সেনা জানায়, ভবিষ্যতে যুদ্ধ হবে প্রযুক্তি নির্ভর। আর এই প্রযুক্তিকে জয় করে প্রয়োজন তারুণ্য। এই ভাবনা থেকেই তৈরি করা হয়েছে অগ্নিপথ প্রকল্প। 

গত কয়েকদিন ধরে বিক্ষোভের আগুনে পুড়েছে অগ্নিপথ। দেশের বিভিন্ন প্রান্তে সরকারের এই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ দেখানো হয়েছে। প্রতিবাদ গর্জে উঠেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানাতেও। প্রাথমিক হিসাবের পর শুধুমাত্র বিহারেই রেলের ক্ষতি হয়েছে ৭০০ কোটি টাকা। তেলেঙ্গনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এক যুবকের। এই বিক্ষোভের পিছনে ইন্ধন দেওয়ার অভিযোগে বেশ কয়েকটি কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে। ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে উত্তরপ্রদেশ এবং তেলঙ্গনা থেকে গ্রেফতার করা হয়েছে মোট আটজনকে। এই পরিস্থিতিতে রবিবারই বিবৃতিতে দিয়ে সেনা জানায়, অগ্নিপথ থেকে পিছু হঠার কোনও প্রশ্নই নেই। এমনকী, বিক্ষোভকারীদের মুচলেকা দিয়েই অগ্নিবীর হওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। 

Indian armyAgnipath Recruitment SchemeIndian Air Force

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক