মঙ্গলবার সকালে দুর্ঘটনা জম্মু-কাশ্মীরের পহেলগামে। নিয়ন্ত্রণ হারিয়ে নদীগর্ভে পড়ল নিরাপত্তাবাহিনীর বাস। ওই বাসে ৩৯ জন নিরাপত্তারক্ষী ছিলেন বলে খবর। তাঁদের মধ্যে ৩৭ জন ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ (ITBP)-এর জওয়ান এবং বাকি ২ জন জম্মু-কাশ্মীর পুলিশে কর্মরত। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের পহলগামের ফ্রিসলানের রাস্তা দিয়ে যাওয়ার পথে নীচে নদীর উপত্যকায় পড়ে যায় বাসটি। প্রাথমিকভাবে অনুমান, ব্রেক ফেল করার ফলেই এই দুর্ঘটনা।
কাশ্মীর পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় ৬ জন আইটিবিপি জওয়ানের মৃত্যু হয়েছে। বাসে থাকা বাকি জওয়ানরাও কম-বেশি আহত হয়েছেন। তাঁদের এয়ারলিফ্টের মাধ্যমে উড়িয়ে নিয়ে যাওয়া হয় শ্রীনগরে। সেখানকার আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। সেখানেই আহত জওয়ানদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ।
আরও পড়ুন- Murder in Karnataka: সাভারকারের পোস্টার লাগানো ঘিরে সংঘর্ষ, যুবককে কুপিয়ে খুন কর্নাটকের শিবমোগায়
ওই জওয়ানরা অমরনাথ যাত্রায় কর্তব্যরত ছিলেন। সেই ডিউটি সেরে চন্দনওয়ারি থেকে পহলগামে ফিরছিল বাসটি। সে সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে পহলগামের ফ্রিসলানে রাস্তা থেকে খাদে গিয়ে পড়ে বাসটি।