আক্ষরিক অর্থেই এ যেন 'অগ্নিপথ'। বুধবারের পর বৃহস্পতিবারও ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক চাকরির প্রতিবাদে বিভিন্ন রাজ্য থেকে মিলেছে বিক্ষোভের খবর। পরিস্থিতি সামলাতে অগ্নিপথ প্রকল্পে নিয়োজিত ‘অগ্নিবীর’দের চার বছরের মেয়াদ শেষে নতুন করে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র এবং একাধিক বিজেপি শাসিত রাজ্য।
আরও পড়ুন- LPG New Connection Price: রান্নার গ্যাসের নতুন সংযোগেও বাড়ল খরচ, দিশেহারা মধ্যবিত্তের মাথায় হাত
বৃহস্পতিবারও এই প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ দেখানো হয়। বিহারের ছাপরায় পথ অবরোধ হয়। রেল অবরোধ হয় রাজস্থানের জয়পুরে। অগ্নিপথ বাতিলের দাবিতে বিক্ষোভের খবর পাওয়া গেছে হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ থেকেও। যে রাজ্যগুলির যুবকদের সেনায় যোগদানের হার বেশি, সেখানে আন্দোলনের সুর আরও চড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আন্দোলনকারীদের অভিযোগ, দেশের যুবকদের চাকরির বড় ভরসা হল ভারতীয় সেনা। চাকরিতে স্থায়িত্বের কারণে গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের তরুণরা সেনার চাকরিকে বেছে নেন। কিন্তু অগ্নিপথ প্রকল্পে নিয়োজিত চুক্তিভিত্তিক ‘অগ্নিবীর’দের চাকরি পাওয়ার চার বছরের মধ্যেই অবসর নিতে হবে। এককালীন কিছু টাকা মিললেও থাকবে না পেনশনের ব্যবস্থা। সে ক্ষেত্রে তাঁদের আবার নতুন করে চাকরির সন্ধান করতে হবে। অনিশ্চিত হয়ে পড়বে ভবিষ্যৎ।