মুম্বইয়ে পুলিশি হেফাজতে আত্মঘাতী সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত অনুজ থাপন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পুলিশি হেফাজতে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। পরে সেন্ট জর্জ হাসপাতালে তার মৃত্যু হয়। গত ১৪ এপ্রিল সলমনের বাড়িতে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অনুজকে। এই ঘটনায় গ্রেফতার সোনু বিষ্ণোই নামের আরও এক যুবক।
সম্প্রতি সলমনে বাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সাগর ও ভিকিকে। তাদের জেরা করেই গুজরাত থেকে গ্রেফতার করা হয়েছিল অনুজ এবং সোনুকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শৌচালয়ে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে অনুজ।
সঙ্গে সঙ্গে তাকে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অনুজ মারা যায় বলে হাসপাতাল জানিয়েছে।