তাঁর কিছু হবে না। কেন্দ্রীয় এজেন্সি তাঁর কিছু করতে পারবে না। কারণ, তাঁর পিছনে রয়েছে দল তৃণমূল কংগ্রেস। গরুপাচার তদন্ত মামলার জেরায় এমনটাই নাকি দাবি করেছেন গ্রেফতার অনুব্রত মণ্ডল। ইডি সূত্রে এই দাবি করা হয়েছে। দিল্লিতে জেরা চলার সময়, ইডি আধিকারিকদের কাছে নাকি একথা স্পষ্ট জানিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।
দুর্নীতির প্রশ্নে তৃণমূল যে কাউকে রেয়াত করবে না, তা তৃণমূল নেত্রীর কথায় স্পষ্ট। নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই বেশ কিছু বড় পদক্ষেপ করা হয়েছে। কিন্তু গরুপাচার তদন্ত মামলায় অনুব্রত মণ্ডলের মাথার উপরে মমতার হাত এখনও বর্তমান। এই পরিস্থিতিতে দিল্লি থেকে কেন্দ্রীয় এজেন্সির এই দাবিকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই দাবি ওয়াকিবহাল মহলের।
গরুপাচার তদন্ত মামলায় ইতিমধ্যেই অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করা হয়েছে। মণীশের সম্পত্তির পরিমাণ নিয়েও শনিবার নতুন করে দাবি করেছে ইডি। কিন্তু এই মামলায় অনুব্রতর থেকে এখনও পর্যন্ত কোনও তথ্যই যে বার করা যায়নি, তা কার্যত স্পষ্ট। কারণ, দিল্লিতে রোজই অনুব্রতকে দফায় দফায় জেরা করা হচ্ছে।