কিছুদিন আগেই দুই মহিলাকে ধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় রাস্তায় হাঁটানোর ভিডিয়ো ভাইরাল হয়।এবার মণিপুরের আরও একটি হাড়হিম করা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োতে দেখা যায় বাঁশঝাড়ে পরে রয়েছে মানুষের কাটা মাথা।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ঘটনাটি গত ২ জুলাইয়ের। একটি সংঘর্ষে তিনজন প্রাণ হারান। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ডেভিড থিয়েক। বিষ্ণুপুর জেলার একটি বাঁশঝাড়ে তাঁর কাটা মাথা উদ্ধার হয়।
আরও পড়ুন: আর গ্রামে ফিরব না,আমার আর কিচ্ছু নেই', জানালেন মণিপুরে 'নগ্ন' তরুণীর মা
মণিপুর সংঘর্ষে এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে। সেনা নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।