এক সময় ভারতের হয়ে ক্রিকেট মাঠে দাপিয়েছেন তাঁরা৷ এবার আন্দোলনরত কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন একসময়ের দুর্দান্ত স্পিন জুটি অনিল কুম্বলে এবং হরভজন সিং। উল্লেখ্য, এর আগে সাক্ষী মালিকদের পাশে দাঁড়িয়েছেন কপিল দেবের মগে তারকা।
অনিল কুম্বলে টুইটারে লিখেছেন, 'গত রবিবার (২৮ মে) কুস্তিগিরদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা ঠিক নয়। আলোচনা করেই সব কিছুর সুরাহা সম্ভব। আশা করব খুব তাড়াতাড়ি সব সমস্যার সমাধান হয়ে যাবে।' হরভজনের বক্তব্য, :সাক্ষীরা দেশের গর্ব। তাঁদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখে কষ্ট হচ্ছে। আশা করব ওঁরা বিচার পাবেন।'
যৌন নিগ্রহে অভিযুক্ত কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের অপসারণের দাবিতে আন্দোলন করছেন কুস্তিগীররা। মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গায় পদক বিসর্জন দেবেন বলে জানিয়েছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত তা না করে সরকারকে ৫ দিন সময় দিয়েছেন কুস্তিগীররা।