লন্ডনে ইন্ডিয়ান হাই কমিশন থেকে ভারতের জাতীয় পতাকা খুলে দেওয়ার অভিযোগ। অভিযোগ, খলিস্তানিরা সেই জায়গায় হলদু খলিস্তানি পতাকা তুলে দিয়েছে।
ভারত বিরোধী স্লোগানও দেওয়া হয়। এই ঘটনায় ব্রিটিশ কূটনীতিবিদকে তলব ভারত সরকারের। খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেফতারির চেষ্টার প্রতিবাদেই লন্ডনে ভারতীয় হাই কমিশনে এই হামলা।
ভারত সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, এই ঘটনা 'অপ্রত্যাশিত'। ব্রিটিশ সরকারের কাছে জবাবদিহিও চাওয়া হয়েছে। কীভাবে নিরাপত্তার ঘাটতি ঘটেছে। ব্রিটিশ ডেপুটি কমিশনার ক্রিশ্চিনা স্কটকে তলব করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এলিস দিল্লিতে ছিলেন না।