অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরাম জেলায় দুটি ট্রেনের সংঘর্ষ। প্যাসেঞ্জার ট্রেনের তিনটি বগি লাইনচ্যূত হয়েছে। ঘটনায় মৃত্যু কমপক্ষে ৬ জনের। সংবাদ সংস্থা ANI সূত্রে রাত ১০টা নাগাদ জানা গিয়েছে, ঘটনায় আহত হয়েছেন ১৮ জন যাত্রী।
বিশাখাপত্তনম-পলাশা প্যাসেঞ্জার ট্রেন ও বিশাখাপত্তনম রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে এই সংঘর্ষটি হয়। ঘটনায় ৩টি বগি লাইনচ্যূত হয়েছে। সাউথ কোস্টের রেলওয়ে জ়োন এমনই জানিয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রেলের উদ্ধারকারী দল। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিও রাজ্যের আধিকারিকদের উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন।
আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্ধকার থাকায় উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। সকালে আলো ফুটলে, দ্রুত উদ্ধারকাজ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।