ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে লেজে ইট বেঁধে নর্দমায় সেই ইঁদুরকে ডুবিয়ে মেরেছিলেন এক ব্যক্তি। সেই ইঁদুর 'খুনের অপরাধ'-এ তাঁর বিরুদ্ধে মামলা করলেন এক পশুপ্রেমী! গ্রেফতার হলেন অভিযুক্ত! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুঁতে! সেই মামলায় ৩০ পাতার চার্জশিটও বানিয়েছে পুলিশ! আপাতত জামিনে মুক্ত ওই অভিযুক্ত।
জানা গিয়েছে, অভিযুক্ত মনোজ কুমার পেশায় একজন মৃৎশিল্পী। ২০২২ সালের নভেম্বর মাসে বাড়িতে ইঁদুরের উৎপাতে জেরবার হয়ে একটি ইঁদুরকে ইটের সঙ্গে বেঁধে নর্দমায় ফেলে দিয়েছিলেন মনোজ। ড্রেনের নোংরা জলে ডুবেই মৃত্যু হয়েছিল ইঁদুরটির। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই মনোজের নামে থানায় মামলা দায়ের করেন স্থানীয় পশুপ্রেমী বিকেন্দ্র শর্মা। এরপরেই পুলিশ গ্রেফতার করে মনোজকে।
বদায়ুঁ শহর পুলিশের সার্কল অফিসার (সিও) অলোক মিশ্র জানিয়েছেন, অভিযুক্ত মনোজের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হয়েছে তাতে একাধিক ধারা জুড়ে দেওয়া হয়েছে।
পরে আদালত জামিন দেয় তাঁকে।