একটি ঈগল পাখিকে বাঁচাতে গিয়ে বড় 'মূল্য' চোকাতে হল মুম্বইয়ের দুই ব্যক্তিকে। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনাটি কয়েকদিন আগে ঘটেছে বান্দ্রা-ওরলি সি লিঙ্কে। ওই দুই ব্যক্তির মধ্যে একজন মারা গিয়েছেন আর অপরজন গুরুতর আহত। জানা গিয়েছে, গত ৩০ মে ৪৩ বছর বয়সী অমর মনীশ জরিওয়ালা বান্দ্রা-ওরলি সি লিঙ্ক দিয়ে মালাড যাচ্ছিলেন। সেই সময়ই একটি উড়ন্ত ঈগল চলন্ত গাড়ির চাকার তলায় পড়ে যায়। তাঁর গাড়ির চালক শ্যাম সুন্দর কামাতকে সঙ্গে সঙ্গে গাড়ি থামানোর নির্দেশ দেন মনীশ।
দুজনে মিলে গাড়ির চাকার তলায় আটকা পড়া ঈগলটিকে বের করার চেষ্টা করার সময় আচমকা উল্টোদিকের রাস্তা থেকে একটি ট্যাক্সি ধেয়ে আসে তাঁদের দিকে। তারপর পিষে দিয়ে চলে যায়।
ঘটনাস্থলের মৃত্যু হয় অমর মনীশ জরিওয়ালার। শ্যামসুন্দর কামাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। হাসপাতালেই মারা যান তিনিও।