মোবাইলে বিস্ফোরণে মৃত্যু হল ৮ বছরের শিশুর। সোমবার রাতে কেরলের থিরুভিলভামালাতে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঠিক কী কারণে ওই মোবাইল ফোনটিতে বিস্ফোরণ ঘটল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
জানা গিয়েছে, মৃত বালিকার নাম আদিত্যশ্রী। তৃতীয় শ্রেণির ওই পড়ুয়া রাতে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটির সময়ই সেটি তার মুখে ফেটে যায় বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশ। গুরুতর জখম হয় শিশুটি। ঝলসে যায় তার মুখ। ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় শরীরে উপর অংশ। কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তার।