বাজেট পেশের দু'দিনের মধ্যেই পকেটে টান মধ্যবিত্তের। দাম বাড়ল দুধের (Amul Price Hike)। আমূল ব্র্যান্ডের সমস্ত ভ্যারিয়েন্টের প্যাকেট দুধের দাম লিটার প্রতি ৩ টাকা (Price Hike) করে বাড়ানো হয়েছে। শুক্রবার দুধের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। এদিন থেকেই দুধের নতুন দাম কার্যকর হচ্ছে। আমূল দাম বাড়ানোর পরেই বাকি সংস্থাও আগামী দিনে দুধের দাম বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। যার জেরে সমস্যায় পড়বেন সাধারণ মধ্যবিত্ত ও দরিদ্ররা।
শুক্রবারের ঘোষিত নতুন দাম অনুযায়ী, আমুল গোল্ডের প্রতি লিটারের দাম বেড়ে হয়েছে ৬৬ টাকা। আমূল তাজার ১ লিটারের প্যাকেটের দাম বাড়িয়ে ৫৪ টাকা করা হয়েছে। আমূল কাউ মিল্কের এক লিটারের প্যাকেটের নতুন দাম ৫৬ টাকা। অন্যদিকে, আমূল এ২ বাফেলো মিল্কের প্রতি লিটার প্যাকেটের দাম বেড়ে হয়েছে ৭০ টাকা।
আরও পড়ুন- কেন্দ্রীয় সরকারি চাকরিতে শূন্যপদ প্রায় ১০ লক্ষ, শীর্ষে রয়েছে রেল
নতুন বছরে এই প্রথম দুধের দাম বাড়ল। এর আগে ২০২২-এর অক্টোবরে দুধের দাম বাড়ানো হয়েছিল। সেই সময়ে আমূল গোল্ড(ফুল ক্রিম দুধ) এবং বাফেলো মিল্ক-এর দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়ানো হয়েছিল। যদিও সারা দেশে দুধের দাম বাড়ালেও, শুধুমাত্র গুজরাটে দাম বাড়ানো হয়নি।