দেশজুড়ে বাড়ল দুধের দাম । ভোট মিটতেই ঘোষণা করা হয়েছে নতুন দাম । আমূল সংস্থার তরফে জানানো হয়েছে, দুধের দাম লিটার প্রতি দুই টাকা করে বাড়ানো হয়েছে । ৩ জুন অর্থাৎ সোমবার থেকেই দেশজুড়ে কার্যকর হচ্ছে নতুন দাম । উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে শেষবার আমূলের দুধের দাম বৃদ্ধি পেয়েছিল ।
সোমবার থেকে আমূল গোল্ড, আমূল শক্তি, আমূল টি স্পেশাল- সমস্ত দুধেরই দাম বাড়ছে । প্রতি লিটার দুই টাকা করে বেড়ে আমূল গোল্ড-এর ৫০০ মিলিলিটারের দাম হবে ৩৩ টাকা, আমূল মহাশক্তি কিনতে হবে ৩০ টাকায় । এছাড়া, আমূল স্ট্যান্ডার্ডের ৫০০ মিলিলিটারের দাম হবে ২৯ টাকা, আমূল তাজা কিনতে হবে ২৬ টাকায় ।
গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে জানানো হয়েছে, উৎপাদন এবং বণ্টনের খরচ বৃদ্ধি পাওয়ায় দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সংস্থার আরও দাবি, মাত্র ৩-৪ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে, যা খাদ্য মূল্যবৃদ্ধির তুলনায় অনেক কম।