সারা দেশজুড়েই খোঁজ চলছে খলিস্তানি নেতা অমৃতপাল সিংহের। এরই মাঝে জোর গুঞ্জন, অমৃতপাল নাকি প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা বদলে বিচ্ছিন্নতাবাদী নেতা ভিন্দ্রানওয়ালের মতো করে ফেলেছেন ।
অমৃতপালের অনুগামীদের অনেকেই আসামের জেলে বন্দি, তাঁদেরই কেউ কেউ বলছেন এমনটাই।
২০২২-এর অগাস্টে দুবাই থেকে ফেরার আগে ২ মাস জর্জিয়াতে কাটিয়েছেন অমৃতপাল, কসমেটিক সার্জারির কারণেই নাকি জর্জিয়া ছিলেন, দাবি তাঁর ঘনিষ্ঠ অনুগামীদের।