যখন মহিলাদের ছবি আঁকার চল ছিল না , সেই সময় থেকেই চিত্রকলার মাধ্যমে তিনি জীবনকে কীভাবে দেখছেন তা ফুটিয়ে তুলছেন তাঁর ছবির মাধ্যমে। কথা হচ্ছে ইন্দো-হাঙ্গেরীয় বংশোদ্ভূত অমৃতা শেরগিলকে নিয়ে।
১৯৩৭ সালে 'দ্য স্টোরি টেলার' নামের একটি পেইন্টিং এঁকেছিলেন অমৃতা। সাম্প্রতিক একটি নিলামে তাঁর এই ছবিটির দাম উঠেছে প্রায় ৬১.৪ কোটি টাকা। যা, এখনও অবধি ভারতীয় শিল্পীর দ্বারা অর্জন করা সর্বোচ্চ মূল্য। এই ছবির মাধ্যমে কিংবদন্তি শিল্পী চিত্রকলায় গার্হস্থ্য জীবনের ক্ষেত্রটি অন্বেষণ করতে চেয়েছিলেন।
অমৃতা শেরগিলের শিল্পকর্ম ৮৪ বার নিলামে উঠেছে। আমাদের জানা সবচেয়ে পুরনো নিলামটি ১৯৯২ সালে ঘটেছিল, যেখানে "ভিলেজ গ্রুপ" নামে তাঁর পেইন্টিংটি সোথেবি'সে বিক্রি হয়েছিল।
শিল্পী শেরগিল ১৯১৩ সালে বুদাপেস্টে জন্মগ্রহণ করেন। তার পিতা উমরাও সিং শেরগিল ছিলেন সংস্কৃত এবং ফার্সি ভাষার একজন পণ্ডিত।