পটনায় বিরোধী জোটের বৈঠককে ফটোসেশন বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানালেন, যতই বৈঠক হোক, সঙ্ঘবদ্ধ হতে পারবেন না বিরোধীরা।
এদিকে নীতীশ কুমারের বাসভবনে পটনায় বিরোধী জোটের বৈঠকে নেতাদের আসন বিন্যাসেই অনেক সমীকরণ ধরা পড়েছে। পাশাপাশি বসলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। মুখ্যমন্ত্রীর একপাশে বসলেন লালুপ্রসাদ যাদব ও শরদ পাওয়ার। ছিলেন অরবিন্দ কেজরিওয়ালও। এদিকে রাহুল গান্ধীর পাশে বসলেন আয়োজক নীতিশ কুমার।
বিরোধীদের একজোট করার কাজ শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। পরে সেই কাজ খানিকটা এগিয়ে নিয়ে যান নীতিশ কুমার ও শরদ পাওয়ার। গোটা দেশ ঘুরেছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালও। সেই তুলনায় খানিকটা পিছিয়ে ছিল কংগ্রেস। বৈঠক শেষে সবাই একত্রিত হবেন, এক সঙ্গে বিবৃতি দেবেন বলে মনে করা হচ্ছে।