মণিপুরের ক্রমবর্ধমান হিংসা রুখতে পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র। হিংসার নেপথ্যের কারণ খতিয়ে দেখতে গঠন করা হচ্ছে শান্তি কমিটি। বৃহস্পতিবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই কমিটি গঠন ও পরিচালন করা হবে।
বর্তমানে চারদিনের মণিপুর সফরে রয়েছেন অমিত শাহ৷ গত বুধবার তিনি উপদ্রুত এলাকার মানুষের সঙ্গেও সরাসরি কথা বলেন৷ পরিস্থিতি বুঝতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করতে হয় হাই প্রোফাইল বৈঠক৷
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, ‘‘সিবিআই ঘটনার তদন্ত করবে৷ কেন্দ্রের নজরদারিতেই তদন্ত প্রক্রিয়া এগোবে৷ আমি সকলকে আশ্বাস দিচ্ছি যে, হিংসার শিকড় সন্ধানে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে এই তদন্ত করা হবে৷’’
সংরক্ষণ নিয়ে মণিপুরে বিগত এক মাস ধরে যে হিংসা-অশান্তি ছড়িয়েছে, তার কারণ জানার জন্য সিবিআইয়ের বিশেষ দলকে তদন্তভার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।