আর কাগজে-কলম নয়, দেশের জনগণনা (India Census) হবে এবার অনলাইনে । পরবর্তী জনগণনা থেকেই অনলাইন পদ্ধতি ব্যবহার করা হবে । যার পোশাকি নাম ই-সেনসাস (E-Census) বা ই-জনগণনা । সোমবার অসম থেকে এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । কীভাবে অনলাইনে জনগণনা হবে, সেই বিষয়েও কিছুটা ধারণা দিলেন শাহ ।
কীভাবে হবে ই-সেনসাস ?
অসম সফরে গিয়েছেন অমিত শাহ । সেখান থেকেই তিনি জানিয়েছেন, প্রত্যেকটি জন্ম-মৃত্যু নথিভুক্ত করে তৈরি হবে ই-জনগণনা । দেশের অর্ধেকের বেশি মানুষ মোবাইলে কয়েকটা ক্লিকের মাধ্যমেই জনগণনার জন্য প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিতে পারবেন । অমিত শাহের মতে, ২৫ বছরের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ই-জনগণনা । বর্তমান যুগের প্রযুক্তির সাহায্যে অনেক বেশি বৈজ্ঞানিক, সঠিক ও বহুমাত্রিক হতে চলেছে ই-সেনসাস । ২০২৪ সালের মধ্যে ই-সেনসাসের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
করোনার কারণে মাঝে জনগণনার কাজ আটকে গিয়েছিল । এবার বহুদিন ধরে বাকি থাকা জনগণনার কাজ সেরে ফেলতে চায় কেন্দ্র । সেক্ষেত্রে, অনলাইনে জনগণনা শুরু হলে, সেই সমস্যা আর থাকবে না বলে মনে করছেন অমিত শাহ । তিনি জানিয়েছেন, ই-সেনসাসের মাধ্যমে ১০০ শতাংশ নিখুঁত জনগণনা হবে ।
উল্লেখ্য, এতদিন বাড়ি বাড়ি গিয়ে জনগণনার জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন জনগণনা আধিকারিকরা । এবার সেই পদ্ধতিতেই বড় বদল আনল কেন্দ্র ।