দু দিন স্থগিত থাকার পর রবিবার দুপুর থেকে ফের শুরু হল অমরনাথ যাত্রা। আবহাওয়া বেশ কিছুটা উন্নতি হওয়ায় ফের অমরনাথ গুহায় প্রবেশের অনুমতি দিয়েছে প্রশাসন।
শুক্রবার থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়। সেকারণে আপাতত যাত্রা স্থগিত করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোনও দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পুণ্য়ার্থীদের জন্য খাবার, থাকার জায়গার ব্যবস্থা করা হয়েছিল।
রবিবার দুপুরে ফের আকাশ পরিষ্কার হয়। তাপরেই পঞ্চতরণী এবং শেষনাগ ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছেন পুণ্যার্থীরা। এবং যাঁদের অমরনাথ দর্শন করা হয়ে গেছে তাঁরা বালতাল বেস ক্যাম্পে ফিরে গেছেন।
প্রসাসন সূত্রে খবর, গত ৫ জুলাই থেকে প্রায় ১৮ হাজার জন পুণ্যার্থী অমরনাথের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। খারাপ আবহাওয়ার জন্য বিভিন্ন ক্যাম্পে প্রায় ৬০০০ পুণ্য়ার্থী আটকে ছিলেন ।