খারাপ আবহাওয়ার জন্য পর পর তিনদিনের জন্য স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা। জম্মু কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, প্রায় ৬০০০ পুণ্যার্থী বিভিন্ন এলাকায় আটকে রয়েছেন। আবহাওয়ার উন্নতি না হলে তাঁদের অমরনাথ গুহায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানা গিয়েছে।
জম্মু ও কাস্মীরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। যার জেরে অনেক জায়গায় ধস নেমেছে। সেকারণে নিরাপত্তার কথা ভেবেই যাত্রা স্থগিত রাখা হয়েছে।
এবিষয়ে রামবানের ডেপুটি কমিশনার মুসারাত ইসলাম জানিয়েছেন, যাত্রীদের সুবিধার জন্য থাকা, খাওয়া ও চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। এদিকে ১ জুলাই থেকে শুরু হওয়া অমরনাথ যাত্রায় প্রায় ৮০ হাজার পুণ্যার্থী গুহা দর্শন করেছেন। গত ৫ জুলাই থেকে প্রায় ১৮ হাজার জন পুণ্যার্থী অমরনাথের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। কিন্তু ৬ জুলাই থেকে টানা বৃষ্টি হওয়ায় আপাতত বন্ধ রয়েছে অমরনাথ যাত্রা।
ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে ব্যাপক ধস নেমেছে বিভিন্ন এলাকায়।