বিপর্যয় সামলে ফের শুরু হল অমরনাথ যাত্রা। প্রথমে মনে করা হয়েছিল, মঙ্গলবার থেকে নতুন করে অমরনাথ যাত্রা শুরু হবে। কিন্তু রবিবার, প্রশাসনের একটি বৈঠকে সোমবার থেকে যাত্রা শুরুতে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ওই বৈঠকে হাজির ছিলেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহাও।
সংবাদসংস্থা সূত্রে খবর, সোমবার সকালে নুনওয়ান পহেলগাঁও থেকে নতুন করে অমরনাথ যাত্রা শুরু হয়েছে। পাশাপাশি জম্মুর মূল শিবির থেকেও একটি দল রওনা হয়েছে বলেও প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন : বঙ্গোপসাগরে ঝড়ের পূর্বাভাস, কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
গত শুক্রবার হঠাৎ বৃষ্টিতে বিপর্যয় নেমেছিল। মেঘ ভাঙা বৃষ্টিতে প্রাণ গিয়েছে কমপক্ষে ১৬ জনের। এরমধ্যে রয়েছেন রাজ্যের এক বাসিন্দাও। যুদ্ধকালীন তৎপরতায় এলাকা থেকে প্রায় ১৫ হাজার তীর্থযাত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপদ আশ্রয়ে।