১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়ের পর নয়াদিল্লির ইন্ডিয়া গেটে (India Gate) অমর জওয়ান জ্যোতি প্রজ্জ্বলিত করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi)। ৫০ বছর পর সেই অগ্নিশিখা স্থানান্তরের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পরিপূর্ণ মর্যাদায় ওই অগ্নিশিখা নিয়ে যাওয়া হবে নবনির্মীত ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ। শুক্রবারই অগ্নিশিখা স্থানান্তরিত হবে।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঐতিহাসিক জয় পায় ভারত। পরাজিত হয় পাকিস্তান (Pakistan)। সেই যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মৃতিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা করেছিল অমর জওয়ান জ্যোতি।
১৯৭২ সালের ২৭ জানুয়ারি ইন্দিরা এই স্মৃতিসৌধের উদ্বোধন করেছিলেন। পাথরের স্তম্ভে উল্টো করে রাখা ৭.৬২ স্বয়ংক্রিয় রাইফেল এবং তার উপর একটি সেনা শিরস্ত্রাণের স্মারক রয়েছে এখানে। আর তার সামনে সর্বক্ষণ জ্বলতে থাকা আগুনের শিখা।
আরও পড়ুন: Coronavirus: ৫ বছরের কমবয়সীদের মাস্ক পরাবেন না, নির্দেশ কেন্দ্রীয় সরকারের
ঠিকানা বদলে এ বার তা চলে যাবে প্রায় আধ কিলোমিটার দূরত্বের ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ। নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্তে ৫০ বছর পরে নিভতে চলেছে নয়াদিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা। শুক্রবারই সেই অগ্নিশিখা নিয়ে যাওয়া হচ্ছে নবনির্মীত ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ। ২০১৯ সালে এর প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।