প্রায় পাঁচ দশক পর নিভল অমর জওয়ান জ্যোতির (Amar Jawan Jyoti flame) অগ্নিশিখা। যদিও কেন্দ্রের দাবি, এই অগ্নিশিখা নেভেনি, বরং তা মিশে গেছে 'ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল'(National War Memorial) বা 'জাতীয় যুদ্ধ স্মারক'-এর প্রজ্জ্বলিত অগ্নিশিখার সঙ্গে। এই বিষয়ে বিরোধীরা(opposition) ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে কেন্দ্রীয় সরকার(Central Govt.)।
১৯৭১ সালে পাকিস্তানের(Pakistan) সঙ্গে যুদ্ধে শহীদ সৈনিকদের(Jawans) প্রতি শ্রদ্ধা জানাতেই তৈরি হয়েছিল এই 'অমর জওয়ান জ্যোতি' স্মৃতিসৌধটি। এই যুদ্ধে জয়ী ভারতীয় জওয়ানদের(Indian soldiers) রক্ত এবং মুক্তিযোদ্ধাদের বলিদানের মধ্য দিয়ে তৈরি হয় বাংলাদেশ(Bangladesh)। ১৯৭২ সালে সাধারণতন্ত্র দিবসে এই সৌধের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী(PM Indira Gandhi)। তারপর থেকে প্রতিবছর সাধারণতন্ত্র দিবসের(Republic Day) দিন এই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান দেশের রাষ্ট্রপতি(President of India), প্রধানমন্ত্রী(Prime Minister of India), নৌসেনা, বায়ুসেনা, স্থলসেনা প্রধানরা। দীর্ঘ ৫০ বছর এবার সেই অনির্বাণ জ্যোতি নিভল শুক্রবার।
শুক্রবার বিকেল পৌনে চারটে নাগাদ এক অনুষ্ঠানের মধ্য দিয়েই অমর জওয়ান জ্যোতির সেই আগুন(Amar Jawan Jyoti flame) মিশে গেল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের(National War Memorial) অনির্বাণ শিখায়। জানা গেছে, একইসঙ্গে দুটি সৌধ রক্ষণাবেক্ষণে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছিল। তাই খরচ এবং লোকবল কমাতে এহেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের(Central Govt.) তরফে।