বৃহস্পতিবার বাংলায় আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার ২৪ ঘণ্টা আগেও প্রশ্ন এ রাজ্যে আসন্ন লোকসভা ভোটে কোন পথে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জোট ? বুধবার সকালেই রাজ্যে লোকসভা ভোটে একলা চলার ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিক্রিয়ায় কংগ্রেস জানিয়েছিল, বিজেপির বিরুদ্ধে লড়াই মমতাই ইন্ডিয়ার মুখ। তাই তৃণমূল ছাড়া জোট অসম্ভব।
রাজনৈতিক মহলের মতে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট করতে বদ্ধপরিকর কংগ্রেস হাইকম্যান্ড। কিন্তু বারে বারেই তাদের পথে কাঁটা হচ্ছে প্রদেশ নেতাদের মন্তব্য। এদিন তেলঙ্গনার রাজধানী হায়দরাবাদে কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে একলা চলার কথা জানিয়ে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীপার এই মন্তব্যকে ঢাকতে দিল্লিতে ময়দানে নামতে হয় কংগ্রেসের অন্যতম শীর্ষনেতা কেসি বেণুগোপালকে। কর্নাটকের এই নেতা বুঝিয়েদেন, যে যাই বলুক বাংলায় বিজেপিকে রুখতে তৃণমূলের সঙ্গে বন্ধুত্ব অপরিহার্য। কারণ, কংগ্রেস এবং তৃণমূল দু জনেই চায় বিজেপির পতন। আর এই পতন জোটবদ্ধ লড়াইয়ে সম্ভব বলেই মনে করছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।