জাতীয় এসসি কমিশনের পর এবার সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। এক মাসের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কমিশনের দাবি, তারা বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দেখেছে, সন্দেশখালিতে মানবাধিকার ভঙ্গের অভিযোগ করা হয়েছে। তার ভিত্তিতেই রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তার কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সন্দেশখালি ঘুরে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে দুই কেন্দ্রীয় কমিশন। তারপর জাতীয় মানবাধিকার কমিশনের এই নোটিসকে গুরুত্বপূর্ণ বলেই দাবি ওয়াকিবহাল মহলের। বৃহস্পতিবার ফের রাজ্যে আসছে এসসি কমিশন। তারাও সন্দেশখালি যেতে পারে বলে খবর।
এই পরিস্থিতিতে বুধবার সন্দেশখালির পরিস্থিতি ঘুরে দেখেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার-সহ রাজ্য পুলিশের পদস্থ কর্তারা। সন্দেশখালি থানায় দীর্ঘ বৈঠক করেছেন রাজ্য পুলিশের ডিজি।