৭০ হাজার টাকা কিনে বউকে নিয়ে এসেছিল বিহার থেকে। সেই বউকে খুন করে জঙ্গলে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। দক্ষিণ দিল্লির এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে তদন্তকারীরা অবাক হয়েছেন এটা শুনে যে, বিহার থেকে বিয়ের আগে ওই যুবতীকে টাকা দিয়ে কেনা হয়েছিল।
নিহত ওই তরুণীর নাম সুইটি। ধৃতের নাম ধরমবীর। পেশায় অটো চালক ধরমবীর স্বীকার করেছে, এক মহিলা মারফৎ সুইটিকে সে ৭০ হাজার টাকায় কিনেছিল। কিন্তু বিয়ের পর সুইটির আচরণ তার কাছে ঠিক লাগছিল না। তাকে না জানিয়ে বাড়ি থেকে মাঝে মধ্যেই চলে যেত সুইটি। সেই কারণে তাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল।
এই ঘটনায় ধরমবীরকে সাহায্য করেছিল আরও দুই যুবক। তাদের নাম অরুণ এবং সত্যবান। হরিয়ানা সীমানা লাগোয়া জঙ্গলে সুইটিকে শ্বাসরোধ করে খুন করে পুঁতে দেওয়া হয়েছিল। এই ঘটনায় সিসি ক্যামেরায় একটি অটোর ছবি দেখে পুলিশের প্রথম সন্দেহ হয়। প্রথমে অরুণকে গ্রেফতার করা হয়।
তার সূত্র ধরেই ধরমবীরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে জঙ্গল এলাকায় অটো দেখে পুলিশের প্রথম সন্দেহ হয়। কিন্তু তদন্তকারীরা হতবাক ৭০ হাজার টাকায় মহিলাকে কেনার তথ্যে।