Budget 2025 Preview : নজরে কর, শনিবারের ভারত ফের তাকিয়ে সীতার বাজেটের দিকে

Updated : Jan 31, 2025 14:35
|
Editorji News Desk

সীতার সংসার। 

শনিবারের বারবেলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে অষ্টমবার সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। তার আগে অনেক প্রত্যাশা তাঁর থেকে। দেশবাসী চায় সারের দাম কমিয়ে কৃষকদের স্বস্তি দিক মোদী সরকার। শিল্পে ভর্তুকি কমিয়ে শ্রমিকদের বাড়তি সুবিধা দেওয়া হোক। 

গত বছর লোকসভা ভোটের পরে নির্মলার পূর্ণাঙ্গ বাজেটকে গ্যাটিস দেওয়া বাজেট বলেই কটাক্ষ করেছিলেন বিরোধীরা। এবার তাঁদের মুখ বন্ধ করতে উদ্যোগী মোদী সরকার। বিশেষ করে কর ছাড়ের ক্ষেত্রে নির্মলা এবার অনেকটাই কল্পতরু হতে পারেন বলেই দাবি অর্থনীতিবিদদের। 

তবে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর থেকে অনেক বেশি প্রত্যাশা সাধারণ মানুষের। সমাজের বিভিন্ন স্তরে মানুষের সঙ্গে কথা বলেছিলেন আমাদের দুই প্রতিনিধি উৎসব রায়চৌধুরী এবং অদিতি মজুমদার। নির্যাস হল, সোনার উপর সরকারি নিয়ন্ত্রণ। কলকাতা চায় সোনার দামে বেরি পড়ান নির্মলা। 

কারণ, মাঘ-ফাল্গুন মাস জুড়ে বিয়ের মরশুম। আর তার মধ্যে যে ভাবে সোনার দাম বাড়ছে, তাতে নাভিশ্বাস মধ্যবিত্তের। পেট্রোল-ডিজেলের দামেও জিএসটি চায় এই শহর। পণ্যের দামবৃদ্ধি রুখতে কলকাতা মনে করে, তেলের দামে জিএসটি বসালেই তা রোখা সম্ভব হবে। 

যুব সমাজ জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে উৎসাহ না দিয়ে, নির্মলার বাজেট প্রস্তাবে রাখা উচিত বিভিন্ন সরকারি স্করালশিপ। তাঁরা চান হোটেলে খাবারে জিএসটির প্রকোপ কমিয়ে দামকে আরও সস্তা করা। একইসঙ্গে শহরের বেশ কয়েকজন গৃহবধূ জানিয়েছেন, কর কাঠামো এক রাখা উচিত। কারণ, সংসার চালাতেও তাঁদের বাজেট করতে হয়। বছরের শেষে তাঁদের হাতে কোনও রসদ থাকে না। 

সবমিলিয়ে শনিবার সংসদে বাজেট পেশের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে কলকাতার দাবি, মধ্যবিত্তের দিকে নজর দেওয়া উচিত। কারণ, এই দেশের মেরুদণ্ড এখনও সোজা রয়েছে এই সমাজের উপরেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উচিত, করে ছাড় দিয়ে মধ্যবিত্তকে স্বস্তি দেওয়া। 

Budget 2025

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক