উত্তর-পূর্বের তিন রাজ্যের ভোটে ক্ষণে ক্ষণে পরিবর্তন ঘটছে। ত্রিপুরায় কখনও এগিয়ে যাচ্ছে বিজেপি, কখনও বা অনেকটা উঠে আসছে বাম-কংগ্রেস জোট। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী ত্রিপুরায় তিন দলের তিন মুখ- বিজেপির মানিক সাহা, সিপিএমের জিতেন চৌধুরী, কংগ্রেসের সুদীপ রায় বর্মণ এগিয়ে রয়েছেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, পাহাড়-রাজ্য ত্রিপুরায় শেষপর্যন্ত ফ্যাক্টর হয়ে উঠবে জনজাতি সংগঠন তিপ্রা মোথা।অন্যদিকে, মেঘালয়ে বেশ কিছুটা সময় তৃণমূল এগিয়ে থাকলেও ফের তাদের অনেকটা পিছনে ফেলে দিয়েছে শাসক দল এনপিপি। উত্তর-পূর্বের আরেক রাজ্য নাগাল্যান্ডে বিজেপির সরকার গঠন এখন কার্যত সময়ের অপেক্ষা।
এবছরই প্রথম উত্তর-পূর্বের দুই রাজ্য ত্রিপুরা এবং মেঘালয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই, এই দুই রাজ্যের দিকে বেশি নজর থাকবে সব মহলের। তবে শেষ পর্যন্ত, কার মুখের হাসি চওড়া হয় সেদিকেই নজর রয়েছে সকলের।
আরও পড়ুন- West Bengal Weather Update: মার্চের শুরু থেকেই উর্দ্ধমুখী পারদ, প্রবল গরমে অস্বস্তিতে বঙ্গবাসী