জেলের আবাসিকদের রুটিন রক্ত পরীক্ষা করা হয়েছিল। তারপরই রিপোর্ট দেখে চোখ কপালে জেলের আধিকারিকদের। আবাসিকদের মধ্যে ৩৬ জন আক্রান্ত এইচআইভি'তে। ঘটনাটি ঘটেছে লখনউয়ের একটি সংশোধানাগারে। জানা গিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে ওই জেলের মোট ৩ হাজার জন আবাসিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
উত্তরপ্রদেশের এইডস নিয়ন্ত্রণ কমিটি'র পক্ষ থেকে ওই স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছিল।
ইতিমধ্যেই এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর জেলের আধিকারিকরা এর নেপথ্যের কারণ খুঁজে বের করার জন্য তৎপর হয়েছেন। জানা গিয়েছে, ওই জেলের আবাসিকদের মধ্যে আগেই এইচআইভি'তে আক্রান্ত ছিলেন এগারোজন। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা সব মিলিয়ে হল ৪৭ জন।