ভারতে অর্ন্তদেশীয় উড়ানে মদ নেওয়া যায় কি না তা নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন৷ এই বিষয়ে ডাইরক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের কিছু নিয়ম রয়েছে। আইন অনুযায়ী, এক জন প্রাপ্তবয়স্ক যাত্রী ৫ লিটার পর্যন্ত অ্যালকোহল নিতে পারেন। তবে তা নিতে হবে চেকড্ ব্যাগেজে।
হাতব্যাগে বা যে ব্যাগ নিয়ে যাত্রী বিমানের কেবিনে উঠছেন, সাধারণত তাতে মদ নেওয়া যায় না। যদিও শর্তসাপেক্ষে স্পাইস জেট ও ভিস্তারার মতো বিমান সংস্থা সিল সমেত বোতল নিয়ে যাওয়ার অনুমতি দেয়। সিলখোলা বোতল নৈব নৈব চ।
বিমানে মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব! এয়ার ইন্ডিয়ার সেই ঘটনায় তোলপাড় ছড়িয়েছিল। ঘটনার প্রেক্ষিতে আদালতে ডিজিসিএ জানায়, বিমানে মদ্যপান নিয়ে এয়ারলাইন্স নিয়ন্ত্রক সংস্থার কোনও সাধারণ নিয়ম নেই। পুরোটাই নির্ভর করে সংশ্লিষ্ট বিমান সংস্থার উপর। তবে ‘অবাধ্য যাত্রীদের নিয়ন্ত্রণে’ সিএআর রয়েছে।
সিএআর-এর ক্লজ ৪.৩ অনুযায়ী, মদ্যপ যাত্রী যেন বাড়াবাড়ি না করেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এয়ার ইন্ডিয়ার নীতি অনুযায়ী, যাত্রীরা নির্দিষ্ট আসনে বসলে অ্যালকোহল পরিবেশন করা হয়। যাত্রীরা সঙ্গে অ্যালকোহল আনলে তা পান করা থেকে বিরত রাখতে হবে। ১৮ বছরের কম বয়সীদের কোনও অ্যালকোহল পরিবেশন করা হয় না। চার ঘণ্টার উড়ানে, যাত্রীকে সর্বোচ্চ দু'বার পানীয় পরিবেশন করা হয় না। পানীয়র মধ্যে সাধারণত ১২ আউন্স বিয়ার বা এক গ্লাস ওয়াইন বা শ্যাম্পেন পরিবেশন করা হয়।
অনেক সময় মদ কেনার বিল দেখতে চায় বিমানসংস্থা৷ সিলড্ বোতলে মদ নেওয়া গেলেও সিল খুলে বিমানে বসে তা খাওয়ার অনুমতি একেবারেই নেই।