Alcohol Rule for Domestic Flight: ডোমেস্টিক উড়ানে মদ নিতেই পারেন, তবে জানতে হবে নিয়ম কানুন

Updated : Jul 22, 2024 10:07
|
Editorji News Desk

ভারতে অর্ন্তদেশীয় উড়ানে মদ নেওয়া যায় কি না তা নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন৷ এই বিষয়ে ডাইরক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের কিছু নিয়ম রয়েছে। আইন অনুযায়ী, এক জন প্রাপ্তবয়স্ক যাত্রী ৫ লিটার পর্যন্ত অ্যালকোহল নিতে পারেন। তবে তা নিতে হবে চেকড্ ব্যাগেজে।

হাতব্যাগে বা যে ব্যাগ নিয়ে যাত্রী বিমানের কেবিনে উঠছেন, সাধারণত তাতে মদ নেওয়া যায় না। যদিও শর্তসাপেক্ষে স্পাইস জেট ও ভিস্তারার মতো বিমান সংস্থা সিল সমেত বোতল নিয়ে যাওয়ার অনুমতি দেয়। সিলখোলা বোতল নৈব নৈব চ। 

বিমানে মদ‌্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব! এয়ার ইন্ডিয়ার সেই ঘটনায় তোলপাড় ছড়িয়েছিল। ঘটনার প্রেক্ষিতে আদালতে ডিজিসিএ জানায়, বিমানে মদ‌্যপান নিয়ে এয়ারলাইন্স নিয়ন্ত্রক সংস্থার কোনও সাধারণ নিয়ম নেই। পুরোটাই নির্ভর করে সংশ্লিষ্ট বিমান সংস্থার উপর। তবে ‘অবাধ্য যাত্রীদের নিয়ন্ত্রণে’ সিএআর রয়েছে।

সিএআর-এর ক্লজ ৪.৩ অনুযায়ী, মদ্যপ যাত্রী যেন বাড়াবাড়ি না করেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এয়ার ইন্ডিয়ার নীতি অনুযায়ী, যাত্রীরা নির্দিষ্ট আসনে বসলে অ্যালকোহল পরিবেশন করা হয়। যাত্রীরা সঙ্গে অ্যালকোহল আনলে তা পান করা থেকে বিরত রাখতে হবে। ১৮ বছরের কম বয়সীদের কোনও অ্যালকোহল পরিবেশন করা হয় না। চার ঘণ্টার উড়ানে, যাত্রীকে সর্বোচ্চ দু'বার পানীয় পরিবেশন করা হয় না। পানীয়র মধ্যে সাধারণত  ১২ আউন্স বিয়ার বা এক গ্লাস ওয়াইন বা শ‌্যাম্পেন পরিবেশন করা হয়। 

অনেক সময় মদ কেনার বিল দেখতে চায় বিমানসংস্থা৷ সিলড্ বোতলে মদ নেওয়া গেলেও  সিল খুলে বিমানে বসে তা খাওয়ার অনুমতি একেবারেই নেই।

Alcohol

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক