ভারতীয় নৌসেনার বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্যে (INS Vikramaditya) বুধবার ফের আগুন লাগল। আগুন নেভাতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন নৌসেনার এক আধিকারিক। নৌসেনার তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বুধবার কর্নাটকের কারওয়ার বন্দর ছেড়ে যাত্রা করার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের এপ্রিলে কারওয়ার বন্দরে ঢোকার মুখে আগুন লেগেছিল আইএনএস বিক্রমাদিত্যে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নৌসেনার লেফটেন্যান্ট কমান্ডার ডিএস চৌহানের।
21 July Sahid Diwas:ভোর থেকেই তৃণমূল কর্মী, সমর্থকদের সমাবেশমুখী মিছিল
২০১৪ সালের জানুয়ারিতে রাশিয়ার থেকে ২৩০ কোটি মার্কিন ডলারে এই বিমানবাহী যুদ্ধজাহাজটি কিনেছিল ভারত। ২৮৪ মিটার লম্বা এবং ৬০ মিটার চওড়া এই যুদ্ধজাহাজটি ২০ তলা বাড়ির সমান উঁচু। ওজন ৪০ হাজার টন। বিক্রমাদিত্যের ডেকে ৩০ টি যুদ্ধবিমান এবং ৬টি হেলিকপ্টার রাখার ব্যবস্থা রয়েছে।