আসনে বসেই মল-মূত্র ত্যাগ করার অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়া বিমানের এক যাত্রীর বিরুদ্ধে। মুম্বই থেকে দিল্লি আসছিল ওই বিমানটি। দিল্লি বিমানবন্দরে ল্যান্ড করার পরেই অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, ২৪ জুন এয়ার ইন্ডিয়ার বিমানে করে দিল্লি যাচ্ছিলেন রাম সিং। তাঁর আসনের নম্বর ছিল ১৭ এফ। অভিযোগ, বিমান আসনের ৯ নম্বর সারির কাছে তিনি মল-মূত্র ত্যাগ করেন। এমনকি, থুতুও ফেলেন বলেও খবর।
এমন আচরণ দেখে প্রথমে বিমানকর্মীরা রাম সিংকে মৌখিক সতর্ক করেন। তারপর তাঁকে অন্য যাত্রীদের সঙ্গে আলাদা করে দেওয়া হয়।
খবর দেওয়া হয় দিল্লি বিমানবন্দরের এয়ার ইন্ডিয়ার অফিসে। বিমান নামতেই নিরাপত্তারক্ষী পাঠিয়ে রাম সিংকে ধরে আনেন বিমান সংস্থার নিরাপত্তারক্ষীরা। পরে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ।
এর আগে জয়পুর বিমানবন্দরেও অঘটন ঘটে। সময়সীমা পেরিয়ে যাওয়ায় বিমান চালাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট। ফলে প্রায় পাঁচ ঘণ্টা জয়পুর বিমানবন্দরে অপেক্ষা করতে হয় বিমান যাত্রীদের।