৭৭ বছর পর 'মহারাজা'র অবসান। বদলে গেল এয়ার ইন্ডিয়ার (Air India)
লোগো। টাটা গোষ্ঠীর এয়ারলাইন্সের নতুন লোগোর নাম হয়েছে ‘দ্য ভিস্তা’ (The Vista)।
নতুন এই লোগোটিতে রয়েছে একটি সোনালি রংয়ের জানলার প্রতীক চিহ্ন। চলতি বছরের শেষে ডিসেম্বর মাসে যাত্রীরা এই নয়া লোগোর বিমানে চড়ার সুযোগ পাবেন। শুধু লোগোতে নয়, এয়ারলাইন্সের ক্রু মেম্বার সহ অন্যান্য কর্মীদের পোশাকেও বদল এসেছে। বিভিন্ন কর্মীদের জন্যে নানা রকম পোশাক।
Kolkata Metro: স্বাধীনতা দিবসে কি মেট্রো পরিষেবায় কোনও বদল? জানাল কর্তৃপক্ষ
সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার এই খোল নলচে বদল ভবিষ্যতে বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করবে (Indian airlines)।
গত জুন মাসেই এয়ার ইন্ডিয়া ৭০ বিলিয়ন ডলারের চুক্তিতে এয়ারবাস এবং বোয়িং থেকে ৪৭০টি নতুন এয়ারক্রাফট কেনার বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। নভেম্বর থেকেই সেই এয়ারক্রাফট সরবরাহ শুরু হয়ে যাবে।