Air India Incident: মাঝ আকাশে সহযাত্রীর সঙ্গে অভব্যতা করে কান্নায় ভেঙে পড়েছিলেন, কে এই শঙ্কর মিশ্র?

Updated : Jan 13, 2023 16:03
|
Editorji News Desk

মাঝ আকাশে সহযাত্রীর সঙ্গে অভব্যতা করেছিলেন। ৭০ বছর বয়সী সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন আমেরিকার অর্থলগ্নিকারী সংস্থা ওয়েলস ফার্গো'র ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট শঙ্কর মিশ্র। তাঁর এহেন আচরণে চমকে উঠেছিলেন বিমানে উপস্থিত সকলেই। যে বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন শঙ্কর, গোটা ঘটনা টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে চিঠি লিখে জানিয়েছেন ওই বৃদ্ধা।  

ঘটনার সূত্রপাত, ২০২২ এর ২৬ নভেম্বর। নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেজ ক্লাসে আসছিলেন ওই ৭০ বছর বয়সী বৃদ্ধা। তাঁর অভিযোগ, সহযাত্রী শঙ্কর মিশ্র তাঁর সঙ্গে  অভব্যতা করেন। তাঁর গায়ে প্রস্রাব করে দেন। ঘটনার পরে বৃদ্ধার অভিযোগ শুনে বিমান কর্মীরা তাঁর সামনে হাজির করান শঙ্করকে। সেই সময় ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়েন অভিযুক্ত। জানা যায়, ওই সময় বৃদ্ধাকে অভিযোগ না জানানোর অনুরোধ করেন তিনি।  কাঁদতে কাঁদতে শঙ্কর জানান, তিনি সংসারী মানুষ। চান না তাঁর জন্য কোনওভাবে স্ত্রী এবং সন্তানের উপর এই ঘটনার প্রভাব পড়ুক। মুম্বইয়ের বাসিন্দা শঙ্কর ওই ঘটনার পর থেকেই 'নিখোঁজ' বলে দাবি করেছে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই লুক আউট নোটিস জারি করা হয়েছে।

আরও পড়ুন- ঘটনার ৫ দিন পর গ্রেফতার গাড়ি মালিক আশুতোষ, অভিযুক্তদের ৪ দিনের পুলিশি হেফাজত

ওই চিঠিতে বৃদ্ধা আরও জানান, এই ঘটনার পর তাঁর ফোন নম্বর শঙ্করকে দেন বিমানকর্মীরা। যাতে শঙ্কর পোশাক, এবং পোশাক পরিস্কারের খরচ ফিরিয়ে দিতে পারেন। যদিও অভিযোগকারিণী সেই টাকা নেননি। ওয়েলস ফার্গো ইতিমধ্যেই একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, কর্মচারীর এহেন আচরণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংস্থার সমস্ত কর্মচারীদের আচরণের ব্যাপারেই সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে তাদের। শঙ্করের বিরুদ্ধে সেইমতোই ব্যবস্থা নেওয়া হবে।

Air IndiaAir India Flights

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক