বিশ্বখ্যাত বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাসের সঙ্গে ২৫০টি বিমান কেনার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করল টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়া। এই উপলক্ষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ'র সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার বলেছেন, ‘‘এই চুক্তি ভারত-ফ্রান্স মৈত্রীর নয়া প্রতীক।’’ টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন মঙ্গলবার জানিয়েছেন, মোদী এবং ম্যাক্রোঁর ভার্চুয়াল বৈঠকের পরেই এই চুক্তি হয়েছে। তিনি বলেন, ‘‘আমাদের কাছে এটি এক ঐতিহাসিক মুহূর্ত।’’
চুক্তি অনুযায়ী ফ্রান্সের এয়ারবাসের কাছ থেকে ২৫০ টি এয়ারক্রাফ্ট কিনতে চলেছে টাটাগোষ্ঠীর অধীনে থাকা এয়ারইন্ডিয়া। এই অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, এয়ারবেসের সিইও গিয়োম ফওরি। উপস্থিত ছিলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা, কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক মন্ত্রী পীযূষ গোয়েল ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
উল্লেখ্য, গত ৮ বছরের ভারতের বিমানের সংখ্যা ৭৪ থেকে বেড়ে ১৪৭-এ পৌঁছেছে। অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে ভারত যে বিশ্বের অন্যতম বৃহৎ বাজারে পরিণত হতে চলেছে এই দাবিও এদিন করেন মোদী।