কাজের সময় শেষ। তাই আর তিনি বিমান চালাতে পারবেন না। ফের অভিযোগ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। প্রায় সাড়ে তিনশো যাত্রী নিয়ে লন্ডন থেকে দিল্লি ফিরছিল এয়ার ইন্ডিয়ার উড়ান। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য জয়পুরে অবতরণ করতে হয়েছিল। আবহাওয়া পরিস্কার হলে যাত্রীরা সবাই আশা করেছিলেন তাঁরা দিল্লি ফিরবেন। কিন্তু অভিযোগ পাইলট জানিয়ে দেন, তাঁর ছুটি হয়ে গিয়েছে। তাই তিনি আর ফ্লাই করবেন না। তার জেরেই রবিবার জয়পুর বিমানবন্দরে প্রায় পাঁচঘণ্টা আটকে পড়েন যাত্রী।
ওয়াকিবহাল মহলের দাবি, টাটার অধিগ্রহণের পর থেকে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধএ একাধিক অভিযোগ সামনে আসছে। সম্প্রতি ককপিটে বান্ধবীকে নিয়ে আড্ডা মারতে বসে সাসপেন্ড হয়েছেন বেশ কয়েকজন পাইলট। এবার জয়পুরে আরও এক পাইলটের বিরুদ্ধে এই অভিযোগ। অধিকাংশ যাত্রী এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।
যদিও এই ব্যাপারে এয়ার ইন্ডিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে, লন্ডন থেকে উড়ে ঠিক সময়েই দিল্লির দিকে আসছিল এই উড়ান। আবহাওয়া খারাপ হওয়ায় ১০ মিনিট আগে নেমেছিল জয়পুরে।