গত কয়েকমাস ধরেই সংঘাতের ক্ষেত্র তৈরি হচ্ছিল। সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপি নেতৃত্বাধীন NDA ছাড়ার ঘোষণা করল ADMK। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ADMK প্রধান ইকে পলানীস্বামীর নেতৃত্বে কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেয় তাঁরা। ২০২৪ লোকসভা নির্বাচনে অবিজেপি সহযোগী দলগুলি মিলে তামিলনাড়ুর ৩৯টি কেন্দ্রেই লড়বে বলে জানিয়েছে ADMK।
বিজেপি রাজ্য সভাপতি কে আন্নামালাইয়ের আচরণে ADMK অসন্তুষ্ট। তা জানিয়েছিলেন পলানীস্বামী ঘনিষ্ঠ নেতা ডি জয়কুমার। বিজেপি নেতৃত্বাধীন জোট থেকে ADMK বেরিয়ে যেতে পারে বলে আগেই ইঙ্গিত দেন তিনি।
আরও পড়ুন:শেষ মুহূর্তে বাতিল রাজ্যপালের আমেরিকা সফর, কারণ জানানো হল রাজভবনের তরফে
সম্প্রতি তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী তথা দ্রাবিড় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আন্নাদুরাই সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন আন্নাদুরাই। তার প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ADMK।