আর জি করের ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে গোটা দেশে । শুধু বাংলার মানুষ নয়, দেশের বিভিন্ন প্রান্ত এমনকী বিদেশেও উঠছে একটাই প্রতিবাদের স্বর 'উই ওয়ান্ট জাস্টিস' । নারী নিরাপত্তার দাবিতে পথে নামছেন মেয়েরা । কিন্তু, এই প্রতিবাদের ঝড়ের মধ্যে দেশের কোথাও না কোথাও ঘটে যাচ্ছে একের পর এক ধর্ষণ কিংবা শ্লীলতাহানির ঘটনা । রাস্তায় মেয়েরা নিরাপদ নয়, কাজের জায়গাতে নিরাপদ নয়, বাড়িতেও কি নিরাপত্তা রয়েছে ? সম্প্রতি, এমনই প্রশ্ন তুলে দিল আহমেদাবাদের একটি ঘটনা । যেখানে মাঝরাতে খাবার অর্ডার করে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এক মহিলা ।
আহমেদাবাদে বসবাসকারী ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন । তিনি জানিয়েছেন, রাত ১২টার পরে জোম্যাটো অ্যাপে একটি কফি অর্ডার করেছিলেন । কফি ১২টা ৪৮ মিনিট নাগাদ বাড়িতে ডেলিভারি করা হয় । অর্ডার ডেলিভারি দিতে ১৫ থেকে ২০ মিনিট দেরি হওয়ায় ডেলিভারি বয় জানায়, তার পায়ে চোট লেগেছিল আসতে দেরি হয়েছে । এরপরই মহিলা ওই ডেলিভারি বয়ের পায়ের দিকে তাকাতে গিয়ে চমকে ওঠেন । তাঁর অভিযোগ, সেইসময় ওই ডেলিভারি বয় প্যান্ট থেকে যৌনাঙ্গ বের করে তাঁকে হাসতে হাসতে বলে ম্যাডাম একটু সাহায্য করুন ।
মহিলা জানান, তিনি এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান । কোনওমতে সেই পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করে জোম্যাটো অ্যাপের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানান । তাঁর অভিযোগের ভিত্তিতে ওই ডেলিভারি বয়কে সাসপেন্ড করেছে জ্যোমাটো । পুলিশেও অভিযোগ জানিয়েছেন ওই মহিলা । কিন্তু, এখন ওই মহিলা নিরাপত্তার অভাব বোধ করছেন । তাঁর কথায়, 'যদি আবার বাড়িতে ফিরে আসে ওই ছেলেটি, তখন তিনি কী করবেন ?' পুলিশ ঘটনার তদন্ত করছে । দ্রুত অভিযুক্তকে গ্রেফতারির আশ্বাস দিয়েছে পুলিশ । এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটপাড়া । আবারও প্রশ্ন উঠছে, নারী নিরাপত্তা নিয়ে । প্রশ্ন উঠছে, এরকম বিকৃত মানসিকতা থাকলে প্রতিবাদ করে কি আদৌ কিছু হবে ?