২৬ জুলাই, সালটা ২০০৮। ১৯টি ধারাবাহিক বিস্ফোরণে (Ahmedabad serial blast) কেঁপে ওঠে আমদাবাদ শহর।
পরপর বিস্ফোরণ হল আমেদাবাদের সিভিল হাসপাতালে (Civil Hospital), এলজি হাসপাতালে (LG Hospital)। ওই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় মোট ৫৬ জনের মৃত্যু হল। ২০০ জনেরও বেশি মানুষ আহত হলেন।
এই ঘটনার পর কেটে গিয়েছে ১৪ বছর। ১৮ ফেব্রুয়ারি, ২০২২। মামলায় অভিযুক্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ডের (Death sentence) নির্দেশ দিল আমেদাবাদের বিশেষ আদালত। পাশাপাশি অভিযুক্ত আরও ১১ জনকে যাবজ্জীবনের (Lifer) নির্দেশ।
অভিযুক্তদের বিরুদ্ধে গুজরাটের আমদাবাদে ২০ টি এবং সুরাটে ১৫টি ভিন্ন মামলা দায়ের করা হয়েছিল। বিস্ফোরণের কয়েক দিন পরে শহরের বিভিন্ন জায়গায় ২৯টি তাজা বোমা উদ্ধার করা হয়।
ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) এই বিস্ফোরণের দায় স্বীকার করে। ২০০২ সালের গুজরাত দাঙ্গার প্রতিশোধ নিতেই এই বিস্ফোরণ ঘটানো হয় বলে এই জঙ্গি সংগঠন দাবি করে।