যতকাণ্ড সেই এয়ার ইন্ডিয়াতেই। এবারও ককপিটে বান্ধবীদের নিয়ে খোস গল্পে মেতে ওঠার অভিযোগে দুই পাইলটকে সাসপেন্ড করা হল। গত মঙ্গলবার দিল্লি থেকে লে যাওয়ার পথে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। পাইলটদের অনুমতিতেই ককপিটে ঢুকেছিলেন এক তরুণী। তার জেরেই মঙ্গলবার দুই পাইলটকে সাসপেন্ড করা হয়েছে।
এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, এক কেবিন ক্রু অভিযোগের ভিত্তিতেই দুই পাইলটের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত মঙ্গলবার পাইলটদের অনুমতিতেই ককপিটে ঢুকেছিলেন এক তরুণী যাত্রী। ঘটনার কথা স্বীকার করে দুই পাইলটকে অব্যহতি দেওয়ার বিষয়ে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক। মুখ খুলেছে অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ-ও।
গত ২৭ ফেব্রুয়ারি এই একই অভিযোগ এক পাইলটকে সাসপেন্ড করা হয়েছিল। সেই উড়ান ছিল দিল্লি থেকে দুবাইয়ের। তদন্ত চালানোর পর তাঁকে সাসপেন্ড এবং ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।