মিশনারিজ অফ চ্যারিটির (Missionaries of Charity) পর এবার জামিয়া মিলিয়া ইসলামিয়ার (Jamia Milia Islamia) বিদেশি অনুদানে কোপ পড়ল।
নোবেলজয়ী মাদার টেরিজার (Mother Teresa) প্রতিষ্ঠিত সংস্থা মিশনারিজ অব চ্যারিটির বিদেশি টাকা অনুদান নেওয়ার লাইসেন্স পুনর্নবীকরণ হয়নি। ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানোর পরে তা বন্ধ হয়ে যাবে বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে মাদারের সংস্থা একা নয়। একই ভাবে দেশের প্রায় ছ’হাজার বেসরকারি সংস্থার ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (FCRA) রেজিস্ট্রেশন আপাতত বাতিল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Mother Teresa: বিদেশি অনুদানের বিধি শিথিল করল কেন্দ্র, তবে লাভ নেই মিশনারিজ অফ চ্যারিটির
এই সংস্থাগুলির মধ্যে রয়েছে অক্সাম ইন্ডিয়া ট্রাস্ট, ইন্ডিয়ান ইউথ সেন্টার্স ট্রাস্ট, জামিয়া মিলিয়া ইসলামিয়া, টিউবারকুলোসিস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। বেশ কিছু সংস্থার লাইসেন্সের মেয়াদ ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে একদিনের জন্যও লাইসেন্সের মেয়াদ বাড়েনি ৫,৯৩৩টি সংস্থার। শুক্রবারও এই তালিকায় থাকা সংস্থার সংখ্যা ছিল ২২,৭৬২টি। সেটাই কমে শনিবার, ১ জানুয়ারি হয়ে গিয়েছে ১৬,৮৩৯টি।
বিরোধী দলগুলির অভিযোগ, নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার তথা বিজেপি আসলে সংখ্যালঘুদের নিশানা করতে চাইছে।