শনিবার দিল্লির 'নীতি আয়োগ' বৈঠকে মুখ্যমন্ত্রীদের গরহাজিরের সংখ্যা বাড়ল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই গেলেন আরও সাত মুখ্যমন্ত্রী । এদিন বৈঠকে উপস্থিত থাকছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ভগবন্ত মান, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তেলাঙ্গানার কে চন্দ্রশেখর রাও, তামিলনাড়ুর এম কে স্ট্যালিন, রাজস্থানের অশোক গেহলট এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ।
শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরে জানা যায়, রাজ্যের তরফে কোনও প্রতিনিধিও উপস্থিত থাকবে না বৈঠকে । এরপরেই কেজরীওয়াল ও ভগবন্ত মানও নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না জানিয়ে দেন । 'গরহাজির'মুখ্যমন্ত্রীদের তালিকায় একে একে যোগ দেন কেরল, রাজস্থান, বিহারও । বৈঠকে না যাওয়ার কারণ হিসাবে 'অন্য কর্মসূচির' কথা জানিয়েছেন পিনারাই বিজয়ন। গেহলট 'শারীরিক অসুস্থতার' কারণ দেখিয়েছেন । উল্লেখ্য, ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ২১টি বিরোধী দল ।
প্রগতি ময়দানের নিউ কনভেনশন সেন্টারে বসছে নীতি আয়োগের বৈঠক । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকের সভাপতিত্ব করছেন । এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে ২০৪৭ সালের মধ্যে দেশকে কীভাবে উন্নত ভারতে পরিণত করা যায় এবং এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রীদের অবদান নিয়ে আলোচনা করা হবে।