কেরলে বিস্ফোরণের (Keral Serial Blast) পর রাজধানী দিল্লি (National Capital Delhi) ও বাণিজ্যনগরী মুম্বইয়ে (Mumbai) নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। দিল্লি পুলিশ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। জনবহুল এলাকাগুলির নিরাপত্তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। রবিবারই মুম্বই পুলিশও নিরাপত্তা বাড়িয়েছে।
সামনেই দীপাবলী। তার আগে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না হয়, তা নিয়েও সতর্ক পুলিশ। রবিবার সকালে কেরলের এর্নাকুলামের কালামাসেরিতে একটি কনভেনশন সেন্টারে পরপর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তদন্তের দায়িত্বভার নিয়েছে NIA। সূত্রের খবর, টিফিন বক্সের মধ্যে বিস্ফোরক ছিল। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। NIA-এর পাশাপাশি ঘটনাস্থলে NSG- বাহিনীও।
আরও পড়ুন: টিফিনবক্সে রাখা ছিল বিস্ফোরক, কেরল বিস্ফোরণের প্রাথমিক তদন্তে মনে করছে NIA