ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে বেঙ্গালুরুর এক মহিলাকে আটক করল পুলিশ। ৩২ বছর বয়সী ওই মহিলার নাম বিদ্যা রাণি। স্বামীর ফোন থেকে ওই ভুয়ো মেসেজ স্থানীয় থানায় পাঠিয়েছিলেন বিদ্যা। ঘটনার তদন্ত শুরু হতেই ওই মহিলাকে আটক করা হয়।
জানা গিয়েছে, নিয়মিত এক যুবকের সঙ্গে অনলাইনে চ্যাট করতেন বিদ্যা। বিষয়টি জানতে পারেন তাঁর স্বামী কিরণ মালাপ্পা আরেগি। তারপর রেগে বিদ্যার ফোন ভেঙে দেন কিরণ। তার প্রতিশোধ নিতে স্বামীর ফোন থেকে ভুয়ো বোমাতঙ্কের মেসেজ পাঠান বিদ্যা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফোন ভেঙে দেওয়ার বিষয়টি বিদ্যা তাঁর পুরুষ বন্ধুকে রামু কুমারকে জানান। সেই বিষয়টি অজিত নামে এক যুবককে জানায় রামু। এরপর অজিত বিদ্যার স্বামীর ফোনে ভুয়ো বোমাতঙ্কের একটি মেসেজ পাঠায়। এবং সেটি ফরওয়ার্ড করার পরামর্শ দেয়। সেইমতো বিদ্যা স্থানীয় থানায় ওই মেসেজ ফরওয়ার্ড করে।
যদিও মেসেজটি পাঠানোর কিছুক্ষণের মধ্যেই ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেয়। ততক্ষণে অবশ্য যা হওয়ার হয়েই গেছে। নম্বর নিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এবং বিদ্যাকে আটক করে।